Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ল্যাম্পপোস্ট হোক সোলার প্যানেলে

| প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

খুব ভালো লাগছে, গ্রামের রাস্তার মোড়ে মোড়ে সোলার ল্যাম্পপোস্ট দেওয়া হচ্ছে। একটি খুঁটি, তার ওপরে একটি ছোট্ট সোলার ও একটি লাইটে নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে তেমনি বেঁচে যাচ্ছে বিদ্যুৎ। বারবার টেকসই উন্নতির কথা বলা হলেও তার প্রায়োগিক ব্যাপারটি যখন চ্যালেজ্ঞের মুখে পড়ছিল তখন এ উদ্যোগ নিঃসন্দেহে আশা জাগানিয়া। ফ্যাক্টরিগুলোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সোলার ব্যবহারের নিয়ম থাকলেও গৃহ বা বড় কোনো স্থাপনায় এখনও সোলার ব্যবহারে তেমন নিয়মের বাধ্যবাধকতা নেই। বাসভবনের আয়তন অনুযায়ী একটি বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের ১ থেকে ২ শতাংশ বিদ্যুৎ সোলার সিস্টেম ব্যবহারের বাধ্যবাধকতা আনা যেতে পারে। টেকসই সবুজায়নে এখনই প্রতিটি বাড়ির সিকিউরিটি লাইট, বারান্দা বা বাইরের লাইটের ক্ষেত্রে সোলার লাইটের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সরকারের উদ্যোগী হওয়া প্রয়োজন। সংশ্নিষ্টদের কাছে এ বিষয়ে দৃষ্টিপাত করছি।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন