Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নান্দাইলে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সরকারের ভিক্ষুক পূর্নবাসনের আওতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের মাধ্যমে গতকাল মঙ্গলবার ১১ জন ভিক্ষুককে সেলাই মেশিন নগদ ৩ হাজার টাকা, ১৩ জন ভিক্ষুক প্রত্যেককে ২টি করে ছাগল, ৫টি মোরগী নগদ আড়াই হাজার টাকা ও ৮জন ভিক্ষুককে ঠেলাগাড়ী, নগদ ৩ হাজার টাকা করে আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম উপস্থিত ছিলেন। এসময় এসিল্যান্ড মাহমুদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, প্রাণি সম্পদ অফিসার বাবু মলয় কান্তি মোদক, উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.বি. এম সিরাজুল হক উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে বিতরন করেন। বিতরন অনুষ্ঠানে নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের ভিক্ষুকদের পূনবাসনে যথাসাধ্য চেষ্ঠা করে যাচ্ছেন। সরকারের ভিক্ষুক পূনবাসন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষাবৃত্তি ছেড়ে সরকারের প্রদান করা দ্রব্য সামগ্রী দিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনায় করেন নির্বাহী অফিসারের একান্ত সহকারী মোঃ.ফকরুল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিক্ষুক

৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ