Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬ ফাল্গুন ১৪২৬, ২৪ জামাদিউস সানি ১৪৪১ হিজরী

অভিনয়ে নিয়মিত হচ্ছেন খন্দকার ইসমাইল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলতি বছর ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে বিশ বছর পর অভিনয়ে ফেরেন দর্শকপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। এরইমধ্যে ‘সেই চোখ’ শিরোনামের আরো একটি নাটকে তিনি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের সাথে জুটি বাঁধেন। এই জুটি দ্বীতিয়বারের মতো জুটিবদ্ধ হলেন ‘স¤্রাট দ্য গ্রেট’ শিরোনামের একটি টেলিছবিতে। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন খন্দকার ইসমাইল। এ প্রসঙ্গে তিনি বলেন, টেলিছবিতে আমাকে স¤্রাট চরিত্রে দেখা যাবে। আমি সমাজের একজন প্রতিবাদী মানুষের চরিত্রে অভিনয় করেছি। আমাদের সমাজে নানা রকম অনিয়ম-অপরাধ হচ্ছে। আমি এসবের প্রতিবাদ করি। একটা সময় অপরাধ জগতের মানুষ আমাকে হত্যার পরিকল্পনা করে। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণও করেছেন খন্দকার ইসমাইল। ১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’ শিরোনামের একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তিতে উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এখন থেকে নিয়মিত অভিনয় করবেন বলে জানান তিনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়

২৬ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন