Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছয় দিনে পাঁচ নাটকে অভিনয় করলেন ইশানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কক্সবাজারে একটানা ছয়দিনে পাঁচটি নাটকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ইশানা খান। মিজানুর রহমান লাবুর নির্দেশনায় তিনটি, অঞ্জন আইচের নির্দেশনায় একটি এবং দীপু হাজরার নির্দেশনায় একটি নাটকের কাজ করেছেন তিনি। নাটকগুলো হলো মিজানুর রহমান লাবুর নির্দেশনায় ‘সুন্দর তুমি যন্ত্রনা’, ‘সমুদ্র সুন্দর’ ও ‘যে সমুদ্র দেখা হয়নি’ আইচের ‘আহা কক্সবাজার’ ও দীপু হাজরার ‘ফটোগ্রাফার’। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘প্রত্যেকটি নাটকের গল্প সুন্দর। তবে যেহেতু সময় কম ছিল, তাই আমাকে অনেক চাপের মধ্যে কাজ করতে হয়েছে। ফলে অভিনয়ে পূর্ণ মনোযোগ দেয়া কঠিন ছিলো। তারপরও চেষ্টা করেছি প্রত্যেকটি চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নির্মাতারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সহশিল্পী যারা ছিলেন তারাও বেশ সহযোগিতা করেছেন। এতে অল্প সময়ে এতোগুলো নাটকে কাজ করা সম্ভব হয়েছে। আর গল্পগুলোর প্রেক্ষাপটের সাথে কক্সবাজারের মিল থাকায় নাটকগুলোর শুটিং কক্সবাজারেই হয়েছে। নাটকগুলো শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে চিত্রনায়ক আরজুর সঙ্গে মেহেদী হাসানের নির্দেশনায় ‘বিসর্জন’ নামের টেলিছবিতে অভিনয়ের কাজ শেষ করেছেন ইশানা। তিনি বলেন, ‘বিসর্জনের গল্পটা অসাধারণ। আর আরজু ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। এই কাজটা নিয়ে আমি অনেক আশাবাদী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ