Inqilab Logo

ঢাকা, সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭, ১২ যিলহজ ১৪৪১ হিজরী

যশোরে তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১:০৫ পিএম
যশোরে তীর্থযাত্রী বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুখী অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার করিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সুসমন খিসা (৬৫) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
 
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ৪৪ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি বেনাপোল যাচ্ছিল। পথে বিপরীতমুখী নড়াইলগামী একটি বেপরোয়া গতির লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুসমন খিসার (৬৫) মৃত্যু হয়। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোরে

২১ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ