Inqilab Logo

ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭, ১৪ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে কাজ করবে বেক্সিমকো-জিআইজেড

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জার্মান রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল ৩৫০ একর জমির উপর গড়ে উঠা বন্যপ্রাণীর অভয়ারণ্যসহ বেক্সিমকোর সবুজ, সুন্দর এবং স্টেট অব আর্ট কারখানাগুলো দেখে অভিভূত হয়েছেন। ৪০ হাজার কর্মী স্বাচ্ছন্দ্যে ও স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে কাজ করছে। গতকাল জার্মান প্রতিনিধিদলটি কারখানা পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেন। বেক্সিমকোর কর্মীদলে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণের বড় সাফল্যে জার্মান প্রতিনিধি দল আরো বেশী আনন্দিত হন। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এবং তাঁদের জন্য মূলধারায় সমানভাবে কর্মসংস্থানে বেক্সিমকো অত্যন্ত আগ্রহী। বেক্সিমকো’র সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড সমন্বিত কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধীবান্ধব কর্মস্থল সাজাতে সহযোগিতা করে। একইসাথে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন এবং মনোবল প্রদান করেন।
এখন পর্যন্ত বেক্সিমকোর কারখানায় ৫শ’র বেশী শারিরিক প্রতিবন্ধীর কর্মসংস্থান করেছে।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেক্সিমকো


আরও
আরও পড়ুন