Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিপির স্মার্টফোন

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

দেশের বাজারে ২৯৪৫ টাকায় স্মার্টফোন আনছে গ্রামীণফোন। হংকংভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি লাভার সঙ্গে যৌথ ব্র্যান্ডিংয়ে কম দামের এই স্মার্টফোন আনছে অপারেটরটি। শুধু লাভা নয় দেশীয় ব্র্যান্ড ওকাপিয়ার সঙ্গেও যৌথ ব্র্যান্ডিংয়ে স্মার্টফোন বাজারজাত করছে জিপি। লাভার মডেলটি হচ্ছে আইরিস ৫০৫। চার ইঞ্চি ডিসপ্লের স্লিম এই স্মার্টফোনটি থ্রিজি সাপোর্টের হবে। ব্যাটারি ১৪০০ মিলি অ্যাম্পিয়ারের। র‌্যাম ৫১২ ও ইন্টারনাল স্টোরেজ ৪ জিবি। তবে ওকাপিয়ার হ্যান্ডসেটটির দাম সাড়ে ৪হাজার হতে ৫ হাজারের মধ্যে থাকতে পারে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীণফোন উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জঁমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোন উম্মোচন করে জিপি। গ্রামীণফোন জানায়, মোবাইলের বাজারে গ্রামীণফোনের যে স্মার্টফোনগুলো আসছে সেগুলো স্বল্প আয়ের মানুষ যারা অনেক বেশি দাম দিয়ে স্মার্টফোন কেনার সামর্থ রাখে না তাদের আশা পূরণ করার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহার বাড়াতে সহায়তা করবে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে গ্রামীণফোনের নতুন স্মার্টফোনও হবে অ্যান্ড্রয়েড ফোন। অপারেটরটি বলছে, ‘হ্যান্ডসেটের দাম বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ উচ্চ হারের কর যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশী। এ বিষয়ে সরকারের সদয় দৃষ্টি প্রয়োজন, কারণ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিপির স্মার্টফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ