Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চমৎকার প্রযুক্তি পণ্য

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বর্তমানে অনেকেই ডিএসএলআর ব্যবহার করছেন ব্যক্তিগত ছবি থেকে শুরু করে প্রফেশনাল কাজের জন্য। আর ডিএসএলআর ক্যামেরার এক্সেসরিজের তালিকার প্রথমদিকেই আসে ট্রাইপডের নাম। তিন পা বিশিষ্ট এই এক্সেসরিজটিকে অনেকে সাধারণ ভাষায় ‹ক্যামেরা স্ট্যান্ড›ও বলে থাকেন। ট্রাইপড ক্যামেরাকে বিভিন্ন উচ্চতায় স্থির রেখে ছবি বা ভিডিও ধারণে সহায়তা করে থাকে। তাই ট্রাইপড ছাড়া কিছুক্ষেত্রে ডিএসএলআর ব্যবহার করাটা দুঃসাধ্যই বলা চলে। কিন্তু ট্রাইপড বেশ কিছুটা জায়গা দখল করায় এবং প্রয়োজনে এর পা-গুলো বাড়বার বড়-ছোট করার কারণে অনেকেই বিরক্ত হয়ে থাকেন। কিন্তু আজ আমি যে ক্যামেরা স্ট্যান্ডটি নিয়ে কথা বলব সেটায় এসব ঝামেলা একদমই নেই!! ঊফবষশৎড়হব ঝঃধহফচখটঝ ঈধসবৎধ ঝঃধহফ-টির সাহায্যে ক্যামেরাকে বিভিন্ন উচ্চতায় রাখতে এর কোন পা বড়-ছোট করার প্রয়োজন হয়না, শুধুমাত্র এর ভাঁজ খুলতে হয়। ক্যামেরা স্ট্যান্ডটির নিচে চাকাও যুক্ত করা আছে, ফলে কেউ যদি ছোট খাটো ভিডিও প্রজেক্ট করতে চায় তবে এই ক্যামেরা স্ট্যান্ডটি থেকে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। চমৎকার এই স্ট্যান্ডটি খুব কম জায়গা ব্যবহার করে থাকে এবং বলা চলে প্রায় মুহুর্তেই এটি ব্যবহারের সময় ডিপ্লয় করা যায়! কীভাবে কাজ করে থাকে এই ক্যামেরা স্ট্যান্ডটি তা নিচের ভিডিওটি দেখলে আপনার আরও পরিষ্কার ধারণা পাবেন।

ষ শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চমৎকার প্রযুক্তি পণ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ