আশুলিয়ায় চাকুরী দেয়ার নামে প্রতারনা, গ্রেফতার ১২

ঢাকার সাভারের আশুলিয়ায় চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ১২
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ২দিন পরে মোঃ হৃদয় খান (১১) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বদনিকাঠি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় খান উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের মোঃ ইউসুব খানের পুত্র। মৃত্যের ভাই নাসির খান জানায়, গত বুধবার (১৪ নভেম্বর) দুপুরে হৃদয় নিখোঁজ হয়। অনেক খোঁজার পরে না পেয়ে বৃহস্পতিবার রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। শুত্রবার সকালে এলাকার লোকজন ঐ নিখোঁজ শিশুর লাশ খালে ভাসতে দেখে রাজাপুর থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় রাজাপুর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।