Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দর্শনীয় স্থানে অশালীনতা নয়

তাইফুর রহমান মুন্না | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

একটু অবসর পেলে ঘুরতে যাওয়া হয় পার্কে বা বিভিন্ন পর্যটনকেন্দ্রে, একটু বিনোদন পাওয়ার আশায়। বিশেষ করে শিক্ষা সফরে পার্ক কিংবা দর্শনীয় স্থানে যাওয়া বেশি হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এসব দর্শনীয় স্থানের কিছু জায়গায় প্রকাশ্যে চলে বিভিন্ন অশালীন কর্মকান্ড। চোখে দেখা সত্তে¡ও কেউ এসব কর্মকান্ডের প্রতিবাদ করে না। শিশুদের পার্কে দেখা যায় বড়দের উচ্ছৃঙ্খল আড্ডা। কেউ বা রাতে সবার সামনে মাদক সেবন ও নেশায় ব্যস্ত সময় পার করে। তাহলে কিভাবে অভিভাবকরা কোমলমতি শিশুদের নিয়ে পার্কে ঘুরতে বের হবেন? কিশোর, যুবক ও বয়স্কদের অনেকে ভ্রমণের নামে এসব পার্ক বা পর্যটনকেন্দ্রে এসে আড্ডায় জড়িয়ে পড়ছেন। বাড়িতে মা-বাবার কাছে স্কুল-কলেজে পড়তে যাওয়ার কথা বলে ছেলে-মেয়েরা পার্কে এসে জড়ো হয়। দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করতে গিয়ে পুরনো ঐতিহ্য বা শিক্ষণীয় কিছু না দেখে অবৈধ কর্মে নিজেকে যুক্ত করছে, যা মানবিক মূল্যবোধের অবক্ষয়ে ভূমিকা রাখছে। পার্ক ও পর্যটনকেন্দ্র থেকে সব অসাধুচক্রকে আইনের হাতে তুলে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে দর্শনীয় বা বিনোদনের জায়গাগুলোতে বিশেষ দৃষ্টি দিতে প্রশাসন ও কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

তাইফুর রহমান মুন্না
কাছিকাটা, বাগেরহাট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন