Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে রুহানি মিত্রদের জয়

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র সংস্কারবাদী ও উদারপন্থী রাজনীতিবিদরা জয়লাভ করেছেন। গত শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। অনানুষ্ঠানিক ও অসম্পূর্ণ ফলাফল থেকে জানা যায়, ৬৮ আসনের নির্বাচনে কমপক্ষে ৩৩ আসনে রুহানিপন্থী প্রার্থী এবং রক্ষণশীল দলের আরো ২১ প্রার্থী জয়লাভ করেছে। গত শুক্রবারের দ্বিতীয় দফার এই নির্বাচনের মধ্যদিয়ে ২৯০ আসনের নতুন পার্লামেন্টের ভোটাভুটি সম্পূর্ণ হলো। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এ ৬৮ আসনের ফলাফল স্পষ্ট না হওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের আয়োজন করতে হয়েছে। রক্ষণশীল ঘেঁষা বার্তা সংস্থা ফার্স জানায়, নির্বাচনে ৩৩ আসনে রুহানির মিত্র প্রার্থী জয়লাভ করে। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে রুহানি মিত্রদের জয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ