Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জীবনাবসান হলুদ জার্সি রূপকারের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ব্রাজিল ফুটবল দলের বিখ্যাত হলুদ রঙের জার্সির নকশাকার আলদির গার্সিয়া শিলি মারা গেছেন। ৮৩ বছরের শিলির স্কিন ক্যান্সারে ভুগছিলেন। একাধারে নকশাকার, সাংবাদিক ও লেখক শিলি মাত্র ১৮ বছর বয়সে বিশ্বখ্যাত এই জার্সির নকশা করেছিলেন। ১৯৫০ সাল, ব্রাজিলের ঘরের মাঠ ‘মারাকানায়’ দুই লাখ মানুষ সাক্ষী হতে চেয়েছিলেন বিশ্বকাপ ফুটবল জয়ের। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে অন্তত ড্র করতে পারলেও বিশ্বকাপ যেত ব্রাজিলের ঘরে। কিন্তু আলসিদেস ঘিঘিয়ার গোলে ব্রাজিলিয়ানদের স্বপ্ন চূর্ণ হয়। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচ হারার আগ পর্যন্ত ব্রাজিল সাধারণত সাদা রঙের জার্সি পরেই মাঠে বেশি নামতো। ব্রাজিলের জনগণ সেই হারের স্মৃতি, সেই দল, এমনকি সেই সাদা জার্সি, নীল শর্টস আর সাদা মোজা; সব ভুলে যেতে চাইলো। সেই সাদা জার্সিতে ছিল না দেশের কোনো ছাপ। পতাকার সবুজ রঙে যে বিশাল বনভূমি, সোনালি হলুদে যে খনিজ সম্পদের চিহ্ন, নীল পৃথিবী ও সাদা তারায় যে সুবিশাল আকাশকে বোঝানো হয়- কিছুই ছিল না ব্রাজিলের সেই সাদা জার্সিতে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ