Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১৮শ’ বছর আগের মুদ্রার সন্ধান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের উত্তর প্রদেশের ভাগপাত জেলায় প্রায় ১৮০০ বছরের পুরনো মুদ্রার খোঁজ পাওয়া গেছে। জেলাটির খাপরানা এলাকায় একটি ছোট পাহাড় খনন কালে স্থানীয় লোকজন মুদ্রাগুলোর সন্ধান পায়। মুদ্রাগুলো কুষাণ যুগের বলে জানান স্থানীয় ঐতিহাসিক অমিত রায় জেইন। তিনি বলেন, ছয় থেকে আট গ্রাম ওজনের মুদ্রাগুলো ২০০ থেকে ২২০ সালে রাজা বাসুদেবের সময়ে প্রচলিত ছিল। কুষাণরা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে তৃতীয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। তাদের সাম্রাজ্য তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতে বিস্তৃত ছিল। পাঁচ মাস আগে এ অঞ্চলে খননের সময় ৪০০০ বছর আগের ব্রোঞ্জ যুগের নিদর্শন পাওয়া যায়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুদ্রার সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ