Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইমরানের নকল গান ও তার ব্যাখ্যা

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রাশিয়ান শিল্পী এলভিরা টির ‘অল এগ্রিড’ গানের ভিডিও নকল করার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী ইমরানের বিরুদ্ধে। গত ২৮ এপ্রিল তার নতুন গান ‘ফিরে আসো না’ প্রকাশের পর থকে এ অভিযোগ উঠে। শুরুতে তার গানের মিউজিক ভিডিও নকল করার অভিযোগ উঠলেও পরে দেখা গেছে গানটিও নকল। শুধু রাশিয়ান শিল্পীর গানই নয়, তার গানটি পাকিস্তানের পপ গায়ক ফালাক সাবিরের ইজাজাত শিরোনামের গানের অনুকরণেও নাকি তৈরি করা হয়েছে। দুটি গানের কিছু অংশের সুরে হুবহু মিল পাওয়া যায়। ভয়েস স্কেল ও হামিং অংশও একই রকম। ফালাকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি আপ করা হয় ২০১১ সালের ২৮ ডিসেম্বর। দেখা হয়েছে ১ কোটি ২২ লাখের বেশিবার। ফিরে আসো না ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। গানটি লিখেছেন ¯েœহাশীষ ঘোষ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এ ব্যাপারে ইমরান ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমার গানের মিউজিক ভিডিওর তিনটা অংশ আছে। একটি অংশ রাশিয়ান ঐ ভিডিওটি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী হয়তো মনে করেছেন যে ভিডিওর ওই অংশগুলোতে এরকম কিছু রাখা দরকার আছে। এজন্যই হয়তো তিনি ওই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এই ভিডিওর একটি অংশ বানিয়েছেন। আর এ রকম ভিডিও বানানো এখানে এই প্রথম নয়। অনেক কিছুই আছে যা হুবহু নকল করে বানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরানের নকল গান ও তার ব্যাখ্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ