Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কমেছে সরাসরি বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বৈদেশিক ঋণ সহায়তা বাংলাদেশে ব্যাপক হারে বাড়লেও সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই বিপরীত চিত্র বিরাজ করছে)। ২০০৯ সালে দেশে বিদেশি সহায়তা এসেছিল ১৯৩ কোটি মার্কিন ডলার। পরবর্তী সময়ে তা বেড়ে ২০১৭ সালে এসেছে ৫৫৩ কোটি ডলার। আট বছরে দেশে বিদেশি সহায়তা বেড়েছে প্রায় তিন গুণ। গত বছর আগের বছরের তুলনায় বিদেশি সহায়তা বেড়েছে ৬৮ শতাংশ। এক বছরে বিদেশি সহায়তার স্থিতি তিন হাজার ৮৮২ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে চার হাজার ৭১৫ কোটি ডলার।
বিশ্বব্যাপী ১২১ দেশে বিদেশি সহায়তার স্থিতি ১০ শতাংশ বাড়লেও বাংলাদেশে তা বেড়েছে প্রায় ২২ শতাংশ। ঋণ ও অনুদান আদায়ে বাংলাদেশ সফলতার পরিচয় দিয়েছে। কিন্ত গত বছর বাংলাদেশে এফডিআই এসেছে ১৮১ কোটি ৮২ লাখ ডলার। এর আগের বছর এফডিআই এসেছিল ২১২ কোটি ৬৮ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এর পরিমাণ কমেছে ৩০ কোটি ৮৬ লাখ ডলার। শতকরা হিসাবে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ। শুধু তাই নয়, গত বছর বাংলাদেশে এফডিআই আহরণ পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের ঋণ পরিসংখ্যান-২০১৯ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০০৯ সালে এফডিআই বাবদ এসেছিল ৫৮ কোটি ৩৫ লাখ ডলার। গত বছর তা দাঁড়িয়েছে ১৮১ কোটি ৮২ লাখ ডলারে। ৮ বছরে তিন গুণে উন্নীত হলেও তা কমতির ধারবাহিকতায় আছে পরবর্তী কয়েক বছর ধরে। সর্বশেষ ২০১৩ সালে এফডিআই হিসেবে আসে ১৯৩ কোটি ৫৪ লাখ ডলার। এর পরের তিন বছর ২০০ কোটি ডলারের বেশি এফডিআই এসেছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিদেশি ঋণের ৭ ট্রিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে গত বছরই উঠেছে ৭ লাখ ১০ হাজার ডলারে। ২০১৬ সালের তুলনায় এক বছরে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার পক্ষ থেকে সহায়তার স্থিতি বেড়েছে প্রায় ১০ শতাংশ। যদিও বাংলাদেশে এক বছরে স্থিতি বেড়েছে ২২ ভাগ। এতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মোট ৬০ হাজার ৭০০ কোটি ডলারের সহায়তা এসেছে। আগের বছরের তুলনায় এসব দেশে বিদেশি সহায়তা বেড়েছে ১৮ হাজার ১০০ কোটি ডলার। ২০১৩ সালের পর গত বছরে বিদেশি সহায়তা বেড়েছে সবচেয়ে বেশি। এর ফলে বিদেশি সহায়তা ও বিনিয়োগের পরিমাণ এক বছরে উঠেছে ১ লাখ ১১ হাজার কোটি ডলারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি বিদেশি সহায়তা বেড়েছে সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গত বছর বাংলাদেশে বিদেশি সহায়তার স্থিতি সর্বোচ্চ ২৩ শতাংশ বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানে সহায়তা বেড়েছে ১৭ শতাংশ। সব মিলে এ অঞ্চলের আট দেশে সহায়তার স্থিতি বেড়েছে গড়ে ১১ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ