Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুব আরচারি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পাঁচ দলের ৬৮ জন তীরন্দাজদের নিয়ে আজ শুরু হচ্ছে জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপের খেলা। এর মধ্যে ৩৯ জন বালক ও ১৭ জন বালিকা রয়েছে। টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), তীরন্দাজ সংসদ, কোয়ান্টাম স্পোর্টিয়াম, শাওতাল ট্রেডিশনাল (এসটি) আরচারি ক্লাব ও স্ট্যান্ডার্ড বাংলাদেশ (এসবি) আরচারি ক্লাব। পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ। রিকার্ভ ডিসিপ্লিনে বালক ও বালিকা বিভাগে ছয়টি পদক এবং কম্পাউন্ড ডিসিপ্লিনেও থাকছে ছয়টি পদক। দু’দিন ব্যাপী প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে অনূর্ধ্ব-২০ এবং ক্যাডেট বিভাগে অনূর্ধ্ব-১৭ বয়সী তীরন্দাজরা অংশ নেবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুব আরচারি

১৯ নভেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ