Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ময়মনসিংহ-৯ : নান্দাইলে ভোট লড়াইয়ে পাঁচ দলের ৩২ জন মনোনয়ন প্রত্যাশী

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:৫৯ পিএম

১৫৪-ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট লড়াইয়ে পাঁচ দল থেকে মনোনয়ন প্রত্যাশী ৩২ জন স্ব-স্ব দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের ২১ জন, বিএনপি’র ৫ জন, জাতীয় পার্টির ২ জন , জাসদের ১ জন, গনফোরামের ১জন, জাকের পার্টির ১জন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডি পিএসসি (অব.), নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক, সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন ভূইয়া, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট কবীর উদ্দিন ভূইয়া, ডিএজি এডভোকেট আব্দুল হাই, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, ড. এ আর খান, এডিএম সালাউদ্দিন হুমায়ুন, অধ্যক্ষ সামছুল বারী, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া, ড. শেখ জাহাঙ্গীর আলম বুলবুল, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান কবীর সুমন, জালাল উদ্দিন মাস্টার মুজিবুর রহমান স্বপন, অধ্যক্ষ আতিকুর রহমান হাদিছ, যুবলীগ নেতা শহীদুল্লাহ শহীদ, এড. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন ও সনজিব ইসলাম। বিএনপি’র প্রার্থীরা হলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী, বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চলের সভাপতি এ.কে এম রফিকুল ইসলাম, সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, ইয়াসির খান চৌধুরী, ও মামুন বিন আব্দুল মান্নান, গনফোরাম নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সম্বনয়ক লতিফুর বারী হামিম, ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থীরা হলেন, উপজেলা শাখার সভাপতি হাসনাত মাহমুদ তালহা, উপজেলা জাতীয় পার্টি নেতা হাসনাত মাহমুদ তারিক, জাকের পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার শফিউল আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা সাইদুর রহমান ।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ