Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাটমোহরে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর আর্দ্র আবহাওয়ায় প্রচ- শীতে জন জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বৃদ্ধ ও শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়েছে। গত এক সপ্তাহে শতাধিক শিশু কোল্ড ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। গত এক সপ্তাহে শতাধিক শিশু কোল্ড ডায়েরিয়ায় ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। অধিকাংশ শিশুকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিদিন গড়ে ৩০/৩৫ জন শিশু চাটমোহর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। ৫০ শয্যাবিশিষ্ট চাটমোহর উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে শিশুদের জন্য কোন বেড নেই। বেডের অভাবে অনেক শিশু রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে এ পর্যন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায় নাই। পর্যাপ্ত সূর্যালোকের অভাবে মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা গেছে। ইতোমধ্যে বিভিন্ন সবজি গাছের পাতা বিবর্ণ হয়ে বাদামী ও কালচে হয়ে কুঁকড়ে ঢলে পড়ে মারা যাচ্ছে। টানা কয়েকদিনের ঘন কুয়াশার কারণে আলুতে আর্লি লেট বাইট বা ধসা রোগ ছড়িয়ে পড়েছে। প্রচ- শীতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতিও কমে গেছে। ঘন কুয়াশা তীব্র শীতের জানান দেবার কারণে এ অঞ্চলে গরম কাপড়ের দাম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। বিকেল হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা পড়তে থাকে আর বেলা ১১ টা পর্যন্ত এই কুয়াশা থাকে সূর্যের আলো দেখা মিলছে না। হেড লাইট জালিয়ে অত্যন্ত ধীর গতিতে সড়কে যানবাহন চলছে। সন্ধ্যার পর শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। চাটমোহর উপজেলাসহ চলনবিলাঞ্চলের সব কটি উপজেলার বিশেষ করে চরাঞ্চলের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকুল সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটমোহরে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ