Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একই পরিবারের তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলার রায়

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুষ্টিয়ার কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামে ওসমান গণি তুহিনকে (২৫) হত্যা মামলার রায়ে পিতা-মাতা ও পুত্রসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রাকাত আলী সর্দারের ছেলে মেজবার রহমান (৫৫), তার স্ত্রী মোছাঃ রঞ্জনা খাতুন (৪৮) ও পুত্র রইচ উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামি রইচ উদ্দিন বাদে বাকি দুইজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, জমি-জমা বিরোধের জের ধরে ২০১২ সালের ১ জুন দুপুরে কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের লোকজন ওসমান গণি তুহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে। এ ঘটনায় তুহিনের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখারী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামি মেজবার রহমান তার স্ত্রী রঞ্জনা খাতুন ও পুত্র রইচ উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলী এ্যাডভোকেট অনুপ নন্দী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা মামলা

২৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ