Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুদকের অভিযান সাবরেজিস্ট্রারসহ ৭ জন গ্রেফতার

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্নীতির আলাদা মামলায় একজন সাবরেজিস্ট্রার, অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য, একজন অডিটরসহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, গতকাল সোমবার ও গত রোববার দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার সাবরেজিস্ট্রার আবু তালেব মিয়া, সার্জেন্ট (অব.) মো. রফিক মিয়া ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ জামাল, চুয়াডাঙ্গার আহছানুল হক, ফকরুল আলম ও খলিলুর রহমান এবং টাঙ্গাইলের মো. মাহমুদুন্নবী।
১৪ মার্চ দুদকে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ২৭ মার্চ থেকে গ্রেফতার অভিযান শুরু করে সংস্থাটি। এ নিয়ে গত ৩৬ দিনে সারা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯১ জনকে গ্রেফতার করেছে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদকের অভিযান সাবরেজিস্ট্রারসহ ৭ জন গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ