Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জার্মানির ২৮ কোটি ৫৩ লাখ ইউরো সহযোগিতার প্রতিশ্রুতি

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশকে ২৮ কোটি ৫৩ লাখ ইউরোর উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়স্থল কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে জার্মানি আরও দুই কোটি ৯০ লাখ ইউরো সহযোগিতা দেবে বলে গতকাল বৃহস্পতিবার ঢাকায় জার্মান দূতাবাস জানিয়েছে।
জার্মানির প্রতিশ্রুত এই অর্থে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, আইনের শাসন ও সুশাসন এবং শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সামালের সক্ষমতা বৃদ্ধিতে এই সহযোগিতা দেওয়া হবে। এছাড়া সুন্দরবনের ব্যবস্থাপনায় সহযোগিতা বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান খান। অপরপক্ষে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ভোলফ্র্যাম ক্লেইন তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে আর্থিক ও কারিগরি সহযোগিতার চলমান প্রকল্প ও কর্মসূচিগুলোর পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে উভয়পক্ষ ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দূতাবাস বলছে, নতুন এই প্রতিশ্রুতি নিয়ে ১৯৭২ সালের পর বাংলাদেশকে জার্মানির উন্নয়ন সহযোগিতার পরিমাণ দাঁড়াল তিন বিলিয়ন ইউরো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন সহযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ