Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬ দফা দাবীতে নেত্রকোনা প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১:৩১ পিএম | আপডেট : ৩:৩৫ পিএম, ২৩ নভেম্বর, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ শাহ্জাহান আলম সাজু’কে আওয়ামীলীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রদানের দাবীসহ ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ। শুক্রবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেত্রকোনা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সু-সং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও প্রদান, সকল মাদ্রাসাগুলোকে জাতীয় করণ, বেসরকারী কলেজ মাদ্রাসার সহকারী অধ্যাপকদের মেধা ও যোগ্যতা ভিত্তিতে পদায়ন এবং সকল মসজিদকে সরকারী করণ করে ইসলামী ফাউন্ডেশনের অধীনে ইমাম মোয়াজ্জিনদের সরকারী বেতন ভাতা প্রদানের ৬ দফা দাবী মেনে দেয়ার জোর দাবী জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ কামরুল হাসান, সদস্য মাওলানা মোহাম্মদ আলী ও সদস্য মাওলানা জয়নাল আবেদীন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ