Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯, ০৫ চৈত্র ১৪২৫, ১১ রজব ১৪৪০ হিজরী।
শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় এখনো নিখোঁজ ৮৭০ জন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৮০ জনের প্রাণহানি হয়েছে। এতে এখনো ৮৭০ জনের খোঁজ পাওয়া যায়নি বলে দেশটির তরফ থেকে এই তথ্য জানানো হয়। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানায়, নিখোঁজের অনেকে ভয়াবহ দাবাবনলে মারা যেতে পারেন। চলতি নভেম্বর মাসের ৮ তারিখে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল শুরু হয়। প্রায় দেড় সপ্তাহব্যাপী তাণ্ডব চালায় এই দাবানল। দাবানলে দেশটির প্যারাডাইস শহর পুড়ে ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়। এছাড়া তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এতে দেড় লক্ষাধিক জমি পুড়ে যায়। টাইম। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ

২১ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন