Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে সেনা অভিযানে তিনদিনে ১৩ জন নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় স্বাধীনতাকামীসহ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। কাশ্মীরের কুলগাম জেলায় রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ নিয়ে কাশ্মীরে গত তিনদিনে সেনাবাহিনীর অভিযানে ১২ স্বাধীনতাকামীসহ ১৩ জন নিহত হলো। রোববার প্রদেশটির সোপিয়ান জেলায় সেনাবাহিনীর এনকাউন্টারে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। এছাড়া গত শুক্রবার অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় বিদ্রোহী নিহত হয়েছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে রোববার মধ্যরাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কাপরান এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এসময় প্রতিপক্ষ পাল্টা হামলা চালালে বন্দুকযুদ্ধের সময় ছয় বিদ্রোহীসহ ওএক সেনাসেদস্য নিহত হয়। উদ্ভুত পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বাটাগান্দ এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে সেনাবহিনীর অভিযানে বাধাপ্রদান ও বিক্ষোভ প্রদর্শন করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও পেলেটগান ব্যবহার করে। দ্য হিন্দু,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ