Inqilab Logo

ঢাকা, সোমবার ২৭ মে ২০১৯, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ রমজান ১৪৪০ হিজরী।

ইরাকে বন্যায় নিহত ১২

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইরাকের বেশ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টি ও আকস্মিক ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলে শিশুসহ ১২ জন নিহত হয়েছে। শিরকাত জেলায় শুক্রবার থেকে ভারি বর্ষণ শুরু হয়। জেলার মেয়র আলি দোদাহ জানিয়েছেন, অন্তত পাঁচ হাজার মানুষকে পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ বাড়িতে কাদা জমে যাওয়ায় পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। রাষ্ট্রীয় বার্তা সংস্থার ভিডিও ফুটেজে দেখা যায়, সালাহউদ্দিন প্রদেশের লোকজন ছোট ছোট নৌকায় তাঁদের ডুবে যাওয়া ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। রয়টার্স, বিবিসি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ