Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উগ্রপন্থী বৌদ্ধদের রোহিঙ্গাবিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিকল্পনার বিরোধিতা করে মিয়ানমারে উগ্রপন্থী বৌদ্ধরা বিক্ষোভ করেছে। রবিবার রাখাইন রাজ্যে প্রায় ১০০ বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে এ বিক্ষোভ হয়। নিপীড়িত হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে ‘পলায়নপর শরণার্থী’ আখ্যা দিয়েছে বিক্ষোভকারীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিরোধিতা করে আসছে সেদেশের উগ্রপন্থী বৌদ্ধরা। রাখাইনের রাজধানী সিত্তেতে রবিবার আবারও তারা বিক্ষোভ করেছে। তাদের হাতে ছিল লাল ব্যানার আর মুখে ছিল বিভিন্ন শ্লোগান। বিক্ষোভটি ফেসবুকের লাইভ স্ট্রিমিং-এও স¤প্রচারিত হয়। ফেসবুকের একটি লাইভ স্ট্রিমিং-এ এক বৌদ্ধ ভিক্ষুকে বলতে শোনা গেছে, ‘দেশের নিরাপত্তার সুরক্ষা দেওয়াটা দেশের সব মানুষের দায়িত্ব।’ রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে ওই ভিক্ষু আরও বলেন, ‘বাঙালিদের গ্রহণ করে আমাদের কিংবা আমাদের দেশের কোনও লাভ হবে না।’ এএফপি।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৫ ডিসেম্বর, ২০১৮, ১:১০ এএম says : 0
    এই বৌদ্ধ খোনীদের জুতা পিটা করিয়া দুনিয়া হইতে বিদায় করা হোক। এই বৌদ্ধ বিক্ষোভকারীরা খোনী।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৫ ডিসেম্বর, ২০১৮, ১:১২ এএম says : 0
    আরকান স্বাধীন করা হোক, রোহিঙ্গাদের জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ