Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন অ্যালবাম নিয়ে শুরু পোস্ট গ্রাঞ্জ ব্যান্ড এলএসডি’র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মাদারশিপ রেকর্ডসের ব্যানারে নিজেদের প্রথম অ্যালবাম ‘তোমার ইতিহাস’ নিয়ে আসছে পোস্ট গ্রাঞ্জ ব্যান্ড লিকুইড স্টেট ড্রাইভ (এলএসডি)। সমকালীন রাজনৈতিক বিষয়বস্তুর পাশাপাশি ঢাকার তরুণদের অস্তিত্ব সঙ্কট ফুটে উঠেছে অ্যালবামের গানগুলোতে। ৩০ নভেম্বর রাশিয়ার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য একটি কনসার্টে অ্যালবামটি উদ্বোধন করা হবে। তবে অ্যালবাম মুক্তির আগেই অ্যালবামের সাথে সঙ্গতি রেখে এলএসডি অ্যান্ড্রয়েড ভিডিও গেম ‘এলএসডি: লাস্ট সারভাইভাল ডেজ’। গেমটিতে সাউন্ডট্র্যাকে ব্যবহার করা হয়েছে অ্যালবামের সঙ্গীত। এতে একটি অনলাইন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা ৫ জন শীর্ষ বিজয়ী ব্যান্ডের পক্ষ থেকে বিশেষ গিফট প্যাকেজ পাবেন এবং উদ্বোধনের দিন ব্যান্ড সদস্যদের সাথে তারা থাকবেন রেডিও ঢোল ৯৪.০ এফএম-এ। গেমটি যৌথভাবে ডেভলপ করেছে পিক্সেলিক স্টুডিওস ও ব্যান্ড সদস্যরা। এর সাথে বিশেষ সহযোগিতায় কাজ করেছে স্টুডিও বাকলাভা। উল্লেখ্য, রক মিউজিকের অনেকগুলো ধারার একটি হচ্ছে গ্রাঞ্জ রক। আশির দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সিয়াটলে এ ধারার প্রচলন শুরু। হার্ডকোর পাংক, অল্টারনেটিভ রক আর হেভি মেটালে খুঁজে পাওয়া যাবে গ্রাঞ্জের শেকড়। গ্রাঞ্জ রকে সাধারণত সমকালীন সমাজ ও সামাজিক মূল্যবোধের সাথে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান দ‚রত্ব, একাকিত্ব ও ব্যক্তিগত আকাক্সক্ষার বিষয়গুলো উঠে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ