Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে ঢাকার চলচ্চিত্রে ফিরছেন অঞ্জু ঘোষ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গত সেপ্টেম্বরে দীর্ঘ ২২ বছর পর কলকাতা থেকে দেশে ফিরেছিলেন বেদের মেয়ে জোছনা খ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। ২২ বছর আগে দেশ ছেড়ে তিনি কলকাতা গিয়েছিলেন। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করতেন। দীর্ঘ সময় পর দেশে ফিরে চলচ্চিত্রে অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তার এ ইচ্ছা পূরণ করছেন নির্মাতা সাঈদুর রহমান সাঈদ। তার নির্মাণাধীন ‘মধুর ক্যান্টিন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন অঞ্জু। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সিনেমাটির মহরত অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। নির্মাতা জানান, মধুর ক্যান্টিন সিনেমায় ওমর সানী মধু দা’র চরিত্রে অভিনয় করবেন আর মৌসুমীকে দেখা যাবে একজন যুদ্ধশিশুর চরিত্রে। মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া একজন শিশু জীবনের এতগুলো বছর পার করে এসে এখন কেমন আছে- সেই গল্প ফুটে উঠবে মৌসুমীর চরিত্রে। তবে অঞ্জু কী ধরনের চরিত্রে অভিনয় করবেন, তা নিশ্চিত করেননি নির্মাতা। উল্লেখ্য, ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা মরহুম এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন অঞ্জু ঘোষকে। অঞ্জুকে নিয়ে নির্মাণ করেন সওদাগর। সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর ১৯৮৯ সালে মরহুম তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোছনা চলচ্চিত্র তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ