Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউরোপজুড়ে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা ইউরোপোলের

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিসে গত নভেম্বরের হামলার মতো ইউরোপজুড়ে নতুন করে ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি দলগুলোর আরও বড় ধরনের হামলায় আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোল। যে ধরনের আশঙ্কার কথা এর আগেও জানিয়েছিলেন ইউরোপীয় দেশগুলোর ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। ইইউ রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংস্থাগুলো আট সপ্তাহ আগে আলাপ-আলোচনা করে যে উপসংহার টেনেছিল তার ওপরভিত্তি করেই এক প্রতিবেদনে ইউরোপোল এ আশঙ্কার কথা জানায়। ৮ পাতার এ প্রতিবেদনে বলা হয়েছে, আরও জঙ্গি হামলা হতে পারে খুব শিগগিরই। ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনাই আইএস জঙ্গি গোষ্ঠীটির বিশ্বব্যাপী হামলা চালানোর বৃহত্তর কৌশলের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে সুনির্দিভাবে তারা ফ্রান্সে হামলা চালিয়েছে। কিন্তু ইইউ এর অন্যান্য সদস্যদেশগুলোতেও তাদের অচিরেই হামলা চালানোর আশঙ্কা আছে। প্রতিবেদনে বলা হয়, আইএস বা আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠী কিংবা ধর্মীয় আদর্শে উজ্জীবিত অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার আশঙ্কার সব কারণই বিদ্যমান। এককভাবে জঙ্গি হামলার পাশাপাশি জঙ্গি গ্রুপগুলোর হামলার আশঙ্কা এতটুকুও কমেনি। ইউরোপোলে নতুন ইউরোপীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্র চালুর উদ্বোধনী বক্তব্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক রব ওয়াইনরাইট বলেন, ইউরোপে হামলা চালানোর ইছা এবং সক্ষমতা দুইই আইএসের আছে। প্যারিসে জঙ্গি হামলার পরও ওয়াইনরাইট ইউরোপজুড়ে এরকম আরও হামলা হওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিচালিত আইএসের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে গোটা দুনিয়ায়। বিশেষ করে ইউরোপীয় দেশগুলো এই হামলার পর তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। অন্যদিকে আইএসের পক্ষ থেকেও ইউরোপের অন্য দেশগুলোতে হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপজুড়ে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা ইউরোপোলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ