Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আ.লীগ-বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৬:০৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসলামী আন্দোলন, স্বতন্ত্র ও বিএনএফের প্রার্থীও রয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তাঁর সাথে ছিলেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খাঁন, দপ্তর সম্পাদক এস জাহান মুকুল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ সোহেল, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, বজলার রশিদ সোনুসহ অন্যরা। পরে খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ বিএনপি’র প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের নিকট মনোয়নপত্র দাখিল করেন। এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আফতাব উদ্দিন পচা বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আলম, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আলী আহম্মেদ বাবু, পৌর যুবদল সাধারণ সম্পাদক আবুল বাসার, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল ইসলাম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য বারিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষারসহ অন্যরা। এর পর পরই বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা বেলাল ই-বাকী-ইদ্রিশী ও বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। এরআগে ইসলামী আন্দোলনের প্রার্থী মনিরুল ইসলাম মনিউর, স্বতন্ত্র প্রার্থী নবাব মো. শামশুল হোদা, বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু এর আগে গতকাল মঙ্গলবার জেলা জাসদের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মনির দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ