Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যামেরুনে আত্মঘাতীদের বোমা হামলায় নিহত ৩৫

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যামেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। গত সোমবারের এসব বোমা হামলায় আহত হয়েছেন ৬০ জন। সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১-৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বোদো শহরটি ক্যামেরুনের সবচে উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত। নাইজেরিয়ার ইসলামি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবশ্য বিবিসি বলছে, অন্ততপক্ষে তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গেল মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে নিজেদের উড়িয়ে দেয়। বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও এই আঞ্চলিক জোটগত লড়াইয়ের অংশীদার। নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় একটি বাজারে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সূত্র জানিয়েছে, নাইজেরিয়া সীমান্তের প্রত্যন্ত বোদো গ্রামে এ বাজারটির অবস্থান। পুলিশের ওই সূত্র জানায়, বোমা হামলাকারীরা বাজারে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যামেরুনে আত্মঘাতীদের বোমা হামলায় নিহত ৩৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ