বাংলাওয়াশে ‘নতুন যাত্রা’

ওয়ানডে ক্রিকেটে করোনাকালেই ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার বাংলাওয়াশ করলো বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে
অনুশীলনের প্রথম দিনই ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে প্রাথমিকভাবে জানানো হয় খুব গুরুতর কিছু নয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের এ চোট। কিন্তু তারপরও তার বিকল্প হিসেবে দলে আনা হয়েছে লিটন কুমার দাসকে। শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন কিংবা উইকেটকিপিং করতে না পারেন তাহলেই খেলবেন লিটন। এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আগের দিন সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছিলেন, আঙুল ভেঙে গেলেও খেলবেন মুশফিক। কারণ ক্রিকেটকে বরাবরই যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন মুশফিক। কিন্তু ভাঙা আঙুলে উইকেটকিপিং করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তাই হয়তো শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে থাকবেন তিনি। এমন ইঙ্গিত দিলেন অধিনায়ক সাকিবও। তাই বিকল্প হিসেবে এদিন সকালেই বগুড়া থেকে ঢাকায় আনছে লিটনকে। জাতীয় লিগে খেলার জন্য বগুড়াতেই ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।