উখিয়ায় সংবাদ কর্মী আব্দুল হাকিমের উপর সন্ত্রাসী হামলা

সন্ত্রাসী হামলায় উখিয়ায় সংবাদ কর্মী আব্দুল হাকিম মারাত্মকভাবে আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যার পর হলদিয়া পালং ইউনিয়নের
মহাজোটের প্রার্থী হিসেবে যশোর জেলা জাতীয় পার্টি যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনটি দাবি করেছে। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী। আসনটিতে এডঃ জহিরুল হককে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবি জানানো হয়। যশোর-৪ আসনে আওয়ামী লীগ বর্তমান এমপি রণজিত কুমার রায়কে মনোনয়ন দিয়েছে। এছাড়া মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদও ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।