Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ার সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সিরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোট মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরীয় সেনাবাহিনীর একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরীয় সামরিক সূত্র থেকে এ হামলার খবর নিশ্চিত করা হয়েছে। খবর পার্স টুডে ও প্রেস টিভি।
সামরিক সূত্র বলে, মার্কিন জোট রোববার রাত ৮টার দিকে হোমস প্রদেশের আশ-সেকনেহ শহরের কাছে আল-গুরাব পাহাড়ে অবস্থিত একটি সেনা অবস্থানে কয়েকটি রকেট নিক্ষেপ করে। হামলায় ঘাঁটিটির বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, আল-তান্ফ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা হোমস প্রদেশে সিরিয়ার একটি চলমান সেনা কনভয় লক্ষ্য করে অন্তত ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর গ্রুপটি মরুভুমির মধ্যে হারিয়ে যায়।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএস’কে দমনের জন্য ২০১৪ সালে আমেরিকার নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোট গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ