Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসির স্বেচ্ছাচারী আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে

সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রার্থীতা বাতিলে নির্বাচন কমিশন কোথাও কোথাও স্বেচ্ছাচারী আচরণ করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সিপিবির কার্যালয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অনেক স্থানে রির্টানিং অফিসারদের । সামান্য ও সংশোধনযোগ্য ভুলের সংশোধনের সুযোগ দিয়ে আজ্ঞাবহ না হয়ে প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ারও সভায় দাবি জানানো হয়। সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ফখরুদ্দিন কবির আতিক, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, মমিনুর রহমান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির আকবর খান, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ। সভায় বিরোধী দলসমূহের প্রতি নির্বাচন কমিশনের আচরনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, নির্বাচন কমিশন সরকারি দলের ইচ্ছার প্রতিফলন করতে ‘উটপাখির নীতি নিয়ে চলছেন। এর অবসান না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সভায় বলা হয়, সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা ও শোনা গেছে যে, চট্টগ্রামের প্যানেল মেয়র আসন্ন নির্বাচন সম্পর্কে ‘নীল নকশা’র কথা বলেছেন। এতে মনে হয়েছে সরকার নিয়ন্ত্রিত নির্বাচনের দিকেই যাচ্ছে। সভায় অতি দ্রুত এ প্যানেল মেয়রকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ