Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশিয়ান সিরিজ টেনিস

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস টুর্নামেন্টের বালক ও বালিকা একক এবং বালিকা দ্বৈতের খেলা গতকাল অনুষ্ঠিত হয়। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককে বাংলাদেশের রুমান হোসেন, জোবায়েদ উৎস, মাহাদি হাসান আলভি ও শান্ত বেপারী সেমিফাইনালে ওঠেছেন। বালিকা এককের খেলায় ভারতের খুশালি মোদী, শ্রীলংকার সাজিদা রাজিক, মাসফিয়া আফরিন ও জারিন সুলতানা জলি শেষ চার নিশ্চিত করেছেন। অন্যদিকে বালিকা দ্বৈতের সেমি-ফাইনালে বাংলাদেশের মাসফিয়া আফরিন ও শ্রীলংকা সাজিদা রাজিক জুটি ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের মাসুদা বেগম ও হুমায়রা আকতার রিমি জুটিকে এবং ভারতের খুশালি মোদী ও জয়নব পাতেল জুটি ৬-৩, ৪-৬, ১০-৬ গেমে প্রতিপক্ষ বাংলাদেশের জারিন সুলতানা জলি ও সাদিয়া আফরিন জুটিকে হারিেেয় ফাইনালে ওঠে। আজ সকাল ১০টা থেকে সেমিফাইনাল খেলা শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান সিরিজ

৫ ডিসেম্বর, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ