Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাত্রির যাত্রী দেখার আহবান জানালেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি মুক্তির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। সম্প্রতি বনানীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি’র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টম্যান্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিনেমাটির নায়িকা মৌসুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব সিনেমাটোগ্রাফার আব্দুল লতিফ বাচ্চু। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিসা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন হাবিবুল ইসলাম হাবিবকে এবং ফিওনা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রিয়দর্শিনী মৌসুমীকে। মূল অনুষ্ঠানের শুরুতেই ড. বাবুলের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সোবহানী রাত্রির যাত্রী প্রসঙ্গে কিছু কথা বলেন। মৌসুমীকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনজন ছাত্র এবং তিন জন ছাত্রী সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার লাভ করেন। এরমধ্যে সিনেমার ট্রেইলার এবং সিনেমার একটি গানও দেখানো হয়। নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘রাত্রির যাত্রী কোন ভাবেই শেষ হতোনা যদি না মৌসুমী আমাকে সহযোগিতা না করতেন। তারমতো কোন শিল্পী এভাবে পরিচালককে সহযোগিতা করেন কী না আমার জানা নেই। তিনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শূটিং করেছেন, আবার নিজেই গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরেছেন। তিনি আমার সিনেমার জন্য এই কষ্ট হাসি মুখে মেনে নিয়েছেন। তাই আমার সিনেমার জন্য তিনি যখন যাই করতে বলেন তা আমি করার চেষ্টা করি।’ মৌসুমী বলেন, ‘এমন অনেক সিনেমাই নির্মিত হয় মুক্তির আগে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকে না। কিন্তু রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণায় আমি নিজে উদ্বুদ্ধ হয়েই অংশগ্রহণ করছি। রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসার কথা শুনেই সম্মতি জানিয়েছি। এটি এমনই একটি সিনেমা যার প্রতিটি চরিত্রের মধ্যদিয়ে রাজধানী’র বর্তমান চিত্র ফুটে উঠবে। তাই এই চিত্র সবার মধ্যে তুলে ধরতে আপনারা বেশি বেশি ফেসবুকের মাধ্যমে, অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিবেন যেন রাত্রির যাত্রী দেখতে দর্শক হলুমখী হন।’ সবার বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে মৌসুমী বেশ কয়েকজনের প্রশ্নের উত্তর দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ