Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুর্নীতিই সকল উন্নয়নের প্রতিবন্ধক

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অর্থনৈতিক উন্নয়নসহ সকল প্রকার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুর্নীতি। একইসঙ্গে দুর্নীতি বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির ২ থেকে ৩ শতাংশ গ্রাস করছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রোববার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক মিডিয়া সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন। সকাল নয়টায় দুদকের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও ফস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন দুুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কমিশনের চেয়াম্যান ইকবাল মাহমুদ দুই কমিশনারকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা এবং কমিশনের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনের পরপরই কমিশনের মিডিয়া সেন্টারে রক্ষিত রেজিস্ট্রারে নিজ স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি এবং পোস্টার ও কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। রেজিস্ট্রারটি ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের স্বাক্ষরের জন্য দুদক মিডিয়া সেন্টারে উন্মুক্ত রাখা হবে। দুদক চেয়ারম্যান দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর রেজিস্ট্রারে স্বাক্ষর প্রদান করে দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ দৃঢ় অবস্থান তুলে ধরার জন্য মহানগরীর নাগরিকদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনের পর দুদক চেয়ারম্যান কমিশনের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গার্ল গাইডস, বয়েজ স্কাউট, আনসার, বিএনসিসি, ঢাকা জেলা প্রশাসনসহ নগরীর সর্বস্তরের সাধারণ মানুষ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করেন। মানবন্ধন শেষে বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সকালে র‌্যালি শেষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর বহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হকসহ প্রমূখ। এছাড়া সাপাহারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী।
নড়াইল জেলা সংবাদদাতা জানান, নড়াইলে দুর্নীতি বিরোধী মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর জেলা প্রশাসন ও টিআইবির উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসকত মোঃ শওকত আলী, টিআইবির সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, সহ সভাপতি এ্যাডভোকেট নাজমা সুলতানা প্রমূখ।
বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরল উপজেলায় বিরল উপজেলা শাখা’র সভাপতি মো. মনসুর আলী’র সভাপতিত্বে ও সদস্য নুরুল হুদা ফারুকী লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর।
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটি এম হামিম আশরাফ, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডলসহ প্রমূখ।
কাপাসিয়া (গাজীপুর উপজেলা সংবাদদাতা জানান, কাপাসিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরাসহ প্রমুখ।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীর সভাপত্বিতে কাপ্তাই উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, মধুখালীতে উপজেলা মিলনায়তনে কমিটির সহ-সভাপতি কৃঞ্চ লাল পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সন্দীব কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার সাহা।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যদিয়ে দিবসের উদ্বোধন করেন। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেয়।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার।
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিতেশ চন্দ্র শর্মার সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মমতা আফরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমান, রিয়াজ উদ্দীন ফরিদি প্রমুখ।
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, রামগড় উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সভাপতিত্বে র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহআলম এর সভাপতিত্বেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ও উপজেলা জমিয়ত সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দীকির সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, সৈয়দপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শিক্ষার্থী সমাবেশে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম গোলাম কিবরিয়াসহ প্রমূখ।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, শিবচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী সমাবেশে শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ প্রমূখ বক্তব্য রাখেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞায় সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী।
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, উলিপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজ আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ