Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

একুশে টেলিভিশনে নতুন চার ধারাবাহিক

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ৪টি নতুন ধারাবাহিক। ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘অন্ধকারের গান’, ‘রূপ কথার মা’, ‘কাছাকাছি’, এবং থার্ড আই। মধ্যবিত্ত পরিবারের হাস্যজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘অন্ধকারের গান’। নজরুল ইসলামের রচনা এবং চয়নিকা চৌধুরির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূবর্, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, উর্মিলাসহ আরও অনেকে। প্রতি রবি এবং সোমবার রাত ১০টায় প্রচার হবে নাটকটি। পাঁচ তরুণ-তরুণীর জীবনে প্রতিনিয়তই ঘটতে থাকা নানা রকম হাসি কান্না এবং কষ্ট নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাছাকাছি’। ইরাজ আহমেদের রচনা এবং মোন্তাসির বিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কাছাকাছি’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জেনি, শতাব্দী ওয়াদুদ, মঈন আহমেদ, নাজিবা বাশার, আনোয়ারুল হক, সাজু খাদেম, স্বাগতা, এজাজুল ইসলামসহ আরও অনেকে। প্রতি রবি এবং সোমবার রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে নাটকটি। শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘রূপকথার মা’। অঞ্জন আইচের চিত্রনাট্য এবং পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, আহসান কবীরসহ আরও অনেকে। প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে নাটকটি। মধ্যবিত্ত নাগরিক জীবনের গল্প নিয়ে নির্মত নাটক ‘থার্ড আই’। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং সকাল আহমেদের পরিচালনয় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, আরফান নিশো, সাদিয়া ইসলাম প্রভা, সাজু খাদেম, অপর্ণা, আলিফ প্রমুখ। প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ১০টা ৩০মিনিটে প্রচার হবে নাটকটি। নতুন বছরে নতুন চারটি ধারাবাহিক নাটক সম্পর্কে একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা জানান, ‘মূলত দর্শকদের চাহিদা এবং প্রত্যাশাকে প্রধান্য দিয়েই নতুন চারটি ধারাবাহিক নাটক নির্বাচন করা হয়েছে। তিনি আরও জানান সবশ্রেণী পেশার দর্শকরাই একুশের প্রাণ বা মূলশক্তি। আর তাদের চাহিদাকেই আমরা সর্বচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আশা করছি, ফেবরুয়ারি মাসের শুরুতেই নাটকগুলো সম্প্রচার করতে পারব’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে টেলিভিশনে নতুন চার ধারাবাহিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ