Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

যানজটের নিরসন চাই

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার কারওয়ান বাজার, বাংলামোটর আর শাহবাগের যানজট নতুন বিষয় নয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র যানবাহন চলাচল করে। চলাচল করে অসংখ্য মানুষ। প্রতিদিনই এই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয়। শুধু যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং দুটি রাস্তার সংযোগস্থল হওয়ার কারণেই যে এই যানজট, তা নয়। পথের ওপর মানুষের নেমে আসা এবং সিগন্যাল অমান্য করার প্রবণতাও যানজটের অন্যতম কারণ। অফিস সময়ে তীব্র যানজটে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ আর ওই দিকে বিজয় সরণি পর্যন্ত এলাকাগুলোতে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে ওঠে। যানজটের কারণে এসব এলাকার দোকানগুলো সমস্যার মধ্যে পড়ে। গাড়ির হর্নের প্রাবল্যে গোটা এলাকা যেন কাঁপতে থাকে। এর সুরাহা চাই।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজটের নিরসন

১১ ডিসেম্বর, ২০১৮
আরও পড়ুন