Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগৈলঝাড়ায় এনআরবিসি ব্যাংকের ৬৪তম শাখা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে ব্যাংকগুলোকে উপজেলা পর্যায়ে শাখা বাড়াতে হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবায় দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। এরই অংশ হিসেবে ব্যাংকিং সেবায় পিছিয়ে থাকা বরিশালের আগৈলঝাড়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) শাখা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এসব এলাকার মানুষকে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। এখানকার মানুষেরা হাতের নাগালেই ব্যাংকিং সেবা পাবেন। ৩৫ কিলোমিটার পারি দিয়ে বরিশালে গিয়ে ব্যাংক লেনদেন করতে হবে না।
গতকাল বরিশালের আগৈলঝাড়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৪তম শাখার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। তিনি জানান, প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়েই আজ থেকে এই শাখার কার্যক্রম চালু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ