Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহিলা সমিতি মঞ্চে অ্যান ইন্সপেক্টর কলস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মহিলা সমিতির মঞ্চে মঞ্চস্থ হচ্ছে জে বি প্রিসলির বিখ্যাত নাটক ‘অ্যান ইন্সপেক্টর কলস’। বৃটিশ নাট্যকার জে বি প্রিসলির লেখা এটি একটি ক্লাসিক নাটক। সোভিয়েত ইউনিয়নের মস্কোতে নাটকটির প্রিমিয়ার হয়েছিল ১৯৪৫ সালে। পরের বছর প্রদর্শিত হয় যুক্তরাজ্যে। গত ৭৩ বছরে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ আরও অনেক দেশে নাটকটি প্রদর্শিত এবং জনপ্রিয় হয়েছে। ১৯১২ সালের প্রেক্ষাপটে লেখা এই গল্পটি কারখানার এক তরুণী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খুনের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ সদস্য এক সম্ভ্রান্ত ইংরেজ পরিবারকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে খুনের মামলাটি সমাধানের চেষ্টা করেন। আর তা করতে গিয়ে বেড়িয়ে আসে নানা চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড ডাভ-এর সহযোগিতায় যাত্রিক প্রোডাকশন এর প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ। অভিনেতা ও পরিচালক নায়লা আজাদ বলেন , জে বি প্রিসলির এই নাটকটি তৎকালীন সমাজের বৈষম্য ও আর্থিক অবস্থা স¤পর্কে আমাদের পরিস্কার একটি ধারনা দেয়। তবে ৭০ বছর আগে লেখার পরও আজকের প্রেক্ষাপটে এটি প্রাসঙ্গিক। ২০১৬ সালের গোড়ার দিকে গুলশান ক্লাবে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কিন্তু হলি আর্টিজানের ঘটনার পর নাটকটি বন্ধ করতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরপর দীর্ঘ বিরতির দিয়ে নতুন কলাকুশলী নিয়ে নতুনভাবে মঞ্চে নামছে নাটিকটি। এবার নাটকটিতে অভিনয় করছেন বায়েজিদ হক জোয়ার্দার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মিতুল মাহমুদ, ইরেশ যাকের, সামিনা লুৎফা, প্রিয়াম সরকার এবং ওয়াসি নূর আজম। বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শো শুরু হয় প্রতিদিন সন্ধ্যা ৭ টায়। তবে শেষ দুইদিন শুক্র ও শনিবার থাকছে দুটি করে শো, বিকেল তিনটা এবং সন্ধ্যা সাতটায়। টিকিট এর দাম ধরা হয়েছে ১০০, ২০০ এবং ৩০০ টাকা। টিকিট প্রিবুক করতে যোগাযোগ নম্বর +৮৮০১৭২২৪৮৮৯০৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ