Inqilab Logo

ঢাকা, বুধবার ২৬ জুন ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬, ২২ শাওয়াল ১৪৪০ হিজরী।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

শহীদ বুদ্ধিজীবী দিবস আগামী ১৪ ডিসেম্বর। দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে সব প্রস্তুতি সরেজমিনে দেখতে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ জামাল মোস্তফা।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে তিনি এ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ