Inqilab Logo

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে ডিএসইর বাজেট প্রস্তাবনা রোববার

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গতকাল (বৃহস্পতিবা)র ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে দিনের কার্যক্রম। এছাড়া এ দিন ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেলেও সিএসইতে সামান্য কমেছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৮৮ পয়েন্ট।
এ দিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৮ লাখ টাকা। গত বুধবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এ দিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিন ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৭৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৭ কোটি ৩৬ লাখ টাকা।
এ দিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে এবং ২৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এ ছাড়া টাকার অংকে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, লিন্ডে বাংলাদেশ, বেক্স ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ডোরিন ফার্মা, কেয়া কসমেটিকস এবং ইউনিক হোটেল।
অন্যদিকে এ দিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৮২ লাখ টাকার বেশি।
এ দিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৯৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৩ পয়েন্টে অবস্থান করছে। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অংকে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড এবং স্কয়ার ফার্মা।
ডিএসইর বাজেট প্রস্তাবনা রোববার
আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একগুচ্ছ দাবি জানানো হবে। আগামী রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবিগুলো জানানো হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। একই সঙ্গে ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমেও আগামী বাজেটের প্রস্তাবনাগুলো তুলে ধরবে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী বাজেটকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ডিএসই একগুচ্ছ প্রস্তাবনা দেবে। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) বাস্তবায়নের পরবর্তী পাঁচ বছর শতভাগ কর অবকাশের সুযোগ, ডাবল টেক্সেসান বাতিলের প্রস্তাব, করমুক্ত লভ্যাংশের সীমা ১ লাখ টাকা করার দাবি জানাবে ডিএসই।
বর্তমানে স্টোক হোল্ডারদের শেয়ার লেনদেনের ওপর দশমিক শূন্য ৫ শতাংশ হারে উৎস কর দিতে হয়। তা কমিয়ে দশমিক শূন্য ১৫ শতাংশ করার প্রস্তাব করবে ডিএসই। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর ২৫ শতাংশ করার প্রস্তাব করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির কর সাড়ে ২৭ শতাংশ বহাল রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে ডিএসইর বাজেট প্রস্তাবনা রোববার
আরও পড়ুন