Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে পাকিস্তান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৫ পিএম

প্রতিবেশী ভারতের নেতিবাচক মনোভাব থাকা সত্ত্বেও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে কাজ করে যাবে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ পলিসি রিসার্চ ইন্সটিটিউট আয়োজিত ‘কনফ্লিক্ট অ্যান্ড কো-অপারেশন ইন সাউথ এশিয়া: রোল অব মেজর পাওয়ারস’ শীর্ষক সম্মেলনে বক্তব্যকালে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া। খবর ডন।
এক্ষেত্রে পাকিস্তানকে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো সমর্থন দেবে আশা প্রকাশ করে তেহমিনা বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাবো। এ সময় তিনি বলেন, নয়া দিল্লি ঘৃণার আবর্তে ঘুরপাক খাচ্ছে। তারা স্থায়ী শত্রুতার দিকে অগ্রসর হচ্ছে।’ তিনি আরও বলেন, এ অবস্থা শুধু পাকিস্তান-ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেই সহায়ক নয়, একই সঙ্গে তা দক্ষিণ এশিয়ার অগ্রগতি ও শান্তি অর্জনকে স্তব্ধ করে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ