Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাহমুদ আব্বাসের মৃত্যু কামনা ইহুদিদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মৃত্যু কামনা করেছেন একটি উগ্রপন্থী ইহুদি গোষ্ঠী। অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরের কাছে অবৈধ বসতি ইটজহারের প্রবেশমুখে তারা একটি পোস্টার সাঁটিয়েছেন। এতে প্রেসিডেন্ট আব্বাসকে সন্ত্রাসীদের সমর্থক আখ্যা দিয়ে তার মৃত্যু কামনা করা হয়েছে। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) মহাসচিব সায়েব এরাকাত এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট যে শান্তির পথ ধরে এগোচ্ছেন, সেটিকে উন্মুক্তভাবে ধ্বংস করে দেয়ার ঘোষণা হচ্ছে এ পোস্টার। তিনি বলেন, এটি হচ্ছে-সহিংসতা ও সংঘর্ষ ডেকে আনার আহ্বান। দখলদার সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ জন্য দায়ী থাকবে। এরাকাত বলেন, প্রেসিডেন্ট আব্বাসকে হত্যার এই আহ্বান ফিলিস্তিনি নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ফিলিস্তিনি নেতৃবৃন্দের বিরুদ্ধে এই উসকানি বন্ধে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ