Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনাস্থার মুখোমুখি থেরেসা মে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছেন। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর তার ব্রেক্সিট ইস্যুতে সবচেয়ে কঠিন অবস্থার মুখোমুখি হলেন তিনি। দলীয় নেতৃত্ব প্রসঙ্গে এই প্রথম আস্থা ভোটের মুখোমুখি হতে হলো তাকে। বৃটিশ আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট করতে এমপিদের কমপক্ষে ৪৮টি চিঠি জমা পড়তে হয়। তার বিরুদ্ধে এই ভোট হওয়ার জন্য সেই সংখ্যা পূরণ হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২:০০টা থেকে ২:০০টার মধ্যে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্রেক্সিট ইস্যুতে মে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার ওপর মঙ্গলবার হাউস অব কমন্সে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজ দল কনজার্ভেটিভ পার্টির এমপিদেরও প্রচন্ড বিরোধিতা টের পেয়ে ওই ভোট স্থগিত করেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃটিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ