Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নমোর বিদেশ সফরেই শুধু ব্যয় ২,০১২ কোটি!

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পিছনেই বিপুল টাকা ব্যয় হয়েছে। সরকারি সূত্র বলছে, কেন্দ্রের এ জন্য খসেছে ২ হাজার ১২ কোটি টাকারও বেশি। এর মধ্যে চার্টার্ড ফ্লাইট, বিমান রক্ষণাবেক্ষণ ও হটলাইন সুবিধের খরচও ধরা হয়েছে।

জানা গেছে, ২ হাজার ১২ কোটি টাকার মধ্যে ১,৫৮৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণে। গত বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রণার প্রতিমন্ত্রী ভিকে সিং নরেন্দ্র মোদীর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত যাবতীয় বিদেশ সফরের খরচের একটি বিশদ তালিকা পেশ করেছেন। সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নমোর সফর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ