Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উন্নয়নের জন্য মহাজোটের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বগুড়া সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আ.লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১১টায় বগুড়া জিলাস্কুল মাঠে বগুড়া সদর উপজেলা ও পৌর কমিটির বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লাঙ্গল মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। পৌর আ.লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের মহাজোট প্রার্থী ও বিরোধিদলীয় চিপ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ। এ সময় জেলা আ.লীগ নেতা অ্যাড. আমানুল্লাহ আমান, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, অ্যাড. সফিকুল আলম আক্কাস, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এএইচ আজম খান, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, শাহাদত হোসেন শাহীন, শেখ শামীম, এডোনিস বাবু তালুকদার, আব্দুস সালাম, আলমগীর বাদশা, সাজেদুর রহমান সাহিন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস। জাপা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম বাবু, লুৎফর রহমান স্বপন, সানাউল্লাহ ছানা, আজিজ আহম্মেদ রুবেল, সাহিদুল ইসলাম, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, সফিকুল ইসলাম রতন, সাহাদত জামান, সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন প্রমুখ। 

সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সভায় আলহাজ মমতাজ উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যহত রাখতেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মহাজোটকে বিজয়ী করার বিকল্প নেই। মহাজোটের প্রার্থী মানেই জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, তাই বগুড়া সদর আসনে লাঙ্গল মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। অন্য জেলার প্রার্থীকে প্রত্যাখান করে বগুড়ার উন্নয়নে বগুড়ার মানুষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ