Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হবে : হারিরি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

লেবাননের নির্বাচিত-প্রধানমন্ত্রী সা’দ হারিরি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হবে। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউজ থিংক ট্যাঙ্কে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করে লেবাননের নির্বাচিত-প্রধানমন্ত্রী। তিনি লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এর আগের আগ্রাসনগুলোতে তেলআবিবের কোনো অর্জন ছিল না। তিনি প্রশ্ন করেন, “ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কি দুর্বল হয়েছে?” লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম তার দেশে আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেয়ার পর সা’দ হারিরি এ বক্তব্য দিলেন। নাঈম কাসেম চলতি সপ্তাহের গোড়ার দিকে বলেছিলেন, ইসরাইলের এমন কোনো স্থান নেই যেখানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম নয়। সূত্র : আইআরআ্ইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ